খুকুমণি হোম ডেলিভারি-র শ্যুটিংয়ের ফাঁকে ছেলেদের মেকআপ রুমে মজার কাণ্ড, দেখে নিন ভিডিও

খুকুমণি হোম ডেলিভারি-র শ্যুটিংয়ের ফাঁকে ঘটে নানান মজার ঘটনা। আগেও নানান মজার মুহূর্তের ভিডিও উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও শেয়ার করেন রাহুল মজুমদার। 
 

Share this Video

খুকুমণি হোম ডেলিভারি-র শ্যুটিংয়ের ফাঁকে ঘটে নানান মজার ঘটনা। আগেও নানান মজার মুহূর্তের ভিডিও উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও শেয়ার করেন রাহুল মজুমদার। আবারও সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এল এক মজার ভিডিও। খুকুমণি হোম ডেলিভারি-র ছেলেদের মেকআপ রুমে ঠিক কী হয়। সোশ্যাল মিডিয়ায় দেখা গেল ছেলেদের মেকআপ রুমের মজার কাণ্ড। মেকআপ রুমের ভিতরে চলছে খাওয়া দাওয়া থেকে আড্ডা। সেই সঙ্গেই ক্যামেরায় ধরা পড়েছে শ্যুটিংয়ের ভিডিও। প্রসঙ্গত, অভিনেতা রাহুল মজুমদার সোশ্যাল মিডিয়ায় সবসময়ই একটিভ। ধারাবাহিকের সম্প্রচার শুরুর আগে থেকেই নায়িকাকে নিয়ে লাইভ ও করেছিলেন তিনি। সেখানেই স্পষ্ট তাদের অফ স্ক্রিন কেমিস্ট্রি। তারপরেও দেখা গেছে আরও মজার মজার ভিডিওয়। এর আগেও কখনও মেকআপ রুম, কখনও আবার সেট থেকে লাইভ করেছেন রাহুল মজুমদার। কখনও আার ভিডিও বানিয়ে তা আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। আবারও মেকআপ রুমে মজার ভিডিও ধরা পড়ল ক্যামেরায়।

Related Video