জন্মদিনে জিসানকে নিজের হাতে কেক খাওয়ালেন সর্বজয়া

সর্বজয়া পাকাপাকি জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। এবার সর্বজয়ার সেটেই জন্মদিন পালন হল জিসান-এর। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন জিসান অর্থাৎ প্রণয় চন্দ্র।
 

Share this Video

সর্বজয়া পাকাপাকি জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। এবার সর্বজয়ার সেটেই জন্মদিন পালন হল জিসান-এর। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন জিসান অর্থাৎ প্রণয় চন্দ্র। সেটেই কেক কেটে পালন হল তাঁর জন্মদিন। নিজের হাতে জিসানকে কেক খাওয়াতে দেখা গেল সর্বজয়াকে। সর্বজয়া পরিবারের সঙ্গে মজা করে এই দিনটা কাটালেন জিসান। প্রসঙ্গত, খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে জি বাংলার ধারাবাহিক সর্বজয়া। প্রথম থেকেই সবার নজর কেড়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের অন্যতম ইউএসপি ছিল দেবশ্রী রায়ের কাম ব্যাক। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরেছেন দেবশ্রী রায়। ঘর সংসার সামলানো ছাপসা বাড়ির বউ সর্বজয়া। তার মধ্যে অগাধ মুগ্ধতা থাকলেও সারা জীবন সংসারে সে অবহেলিত। কিন্তু তা নিয়ে বিন্দু মাত্র আক্ষেপ নেই তাঁর। কিন্তু জীবন তাঁকে ঘরের কোণা থেকে রাস্তায় এনে ফেলছে। এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জিসান অর্থাৎ প্রণয়। সর্বজয়ার সেটে ধুমধাম করে তাঁরই জন্মদিন পালন হল।

Related Video