Koel Mallick: উৎসবের মরসুমে নিজেও সাজলেন আর ঘরও সাজালেন কোয়েল

আলোর উৎসব দীপাবলিতে সকলেই সেজে ওঠেন। রকমারি পোশাকে দেখা যায় সবাইকেই। সেই সঙ্গেই প্রদীপ, মোমবাতি বা রঙবেরঙের আলো দিয়ে সবাই নিজের বাড়ি সাজিয়ে তোলেন। এবছরও সেই একই ছবি দেখা গিয়েছে সবার বাড়িতেই। আর এই আলোর উৎসব দীপাবলিতে অন্যরকম সাজে দেখা গেল কোয়েলকে (Koel Mallick)। দীপাবলিতে (Diwali) অসাধারণ সাজে দেখা গেল টলি কুইনকে। পরনে শাড়ির সঙ্গে হালকা সাজেই নজর কাড়লেন অভিনেত্রী। উৎসবের সাজে কোয়েল হয়ে উঠলেন অনন্যা। শাড়ি পরে ঘর সাজালেন ফুল আর প্রদীপ দিয়ে। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন ভিডিও। ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। আলোর উৎসবে লাল শাড়ির সঙ্গে মানানসই কুন্দনের জুয়েলারি পরে দেখা গিয়েছে তাঁকে। জমকালো শাড়ি হলেও একদমই ছিমছাম সাজে দেখা গেল অভিনেত্রীকে। এই ভিডিও পোস্ট করেই সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি।

Share this Video

আলোর উৎসব দীপাবলিতে সকলেই সেজে ওঠেন। রকমারি পোশাকে দেখা যায় সবাইকেই। সেই সঙ্গেই প্রদীপ, মোমবাতি বা রঙবেরঙের আলো দিয়ে সবাই নিজের বাড়ি সাজিয়ে তোলেন। এবছরও সেই একই ছবি দেখা গিয়েছে সবার বাড়িতেই। আর এই আলোর উৎসব দীপাবলিতে অন্যরকম সাজে দেখা গেল কোয়েলকে (Koel Mallick)। দীপাবলিতে (Diwali) অসাধারণ সাজে দেখা গেল টলি কুইনকে। পরনে শাড়ির সঙ্গে হালকা সাজেই নজর কাড়লেন অভিনেত্রী। উৎসবের সাজে কোয়েল হয়ে উঠলেন অনন্যা। শাড়ি পরে ঘর সাজালেন ফুল আর প্রদীপ দিয়ে। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন ভিডিও। ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। আলোর উৎসবে লাল শাড়ির সঙ্গে মানানসই কুন্দনের জুয়েলারি পরে দেখা গিয়েছে তাঁকে। জমকালো শাড়ি হলেও একদমই ছিমছাম সাজে দেখা গেল অভিনেত্রীকে। এই ভিডিও পোস্ট করেই সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি।

Related Video