আর তর সইছে না নীলের, বাগদান পর্ব সারতে না সারতেই রোম্যন্সে মত্ত এই টলি জুটি

  • বউকে ঘরে আনতে তর সইছে না নীলের 
  • পালকি নিয়ে একে বারে প্রস্তুত নীল ভট্টাচার্য
  • সেই সঙ্গেই পরণে দেখা গেল বিয়েরই পোশাক
  • অন্যদিকে তৃণারও পরণে গোলাপি ল্যাহেঙ্গা
  • বাগদান পর্ব সারলেন এই হিট টলি জুটি

Share this Video

বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন টলিউডের হিট জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। আগামি ফেব্রুয়ারিতেই বিয়ে তাঁদের। আর তার নীলের যেন আর তর সইছে না। হবু বই তৃণাকে বাড়িতে আনতে পালকি নিয়ে একেবারে প্রস্তুত নীল। সেই সঙ্গেই চলছে চুটিয়ে রোমান্সও। ইতিমধ্যেই বাগদান পর্ব সেরে ফেলেছেন নীল ও তৃণা। সোশ্যাল মিডিয়ায় নিজেরাই সেই ছবি শেয়ার করেছিলেন। আপাতত জোর কদমে এখন চলছে তাঁদের বিয়ের প্রস্তুতি।

Related Video