SIR Update : এরা কারা? মৃত ভোটার খুঁজতে গিয়ে বাধার মুখে কমিশন, ফলতায় 'প্ল্যান' করে বিক্ষোভ!

SIR Update : ফলতার দেবীপুরে উত্তেজনা! নির্বাচন কমিশনের অফিসারদের 'বিজেপির দালাল' বলে বিক্ষোভ মহিলাদের। মৃত ও বাইরে থাকা ভোটারদের শনাক্তকরণে গিয়ে বাধার মুখে কমিশনের টিম।

Share this Video

SIR Update : ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলাকালীন নির্বাচন কমিশনের আধিকারিকদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতার দেবীপুর অঞ্চলে। কমিশনের পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা।

সূত্রের খবর, মৃত ভোটার এবং যারা কর্মসূত্রে বা অন্য কারণে এলাকার বাইরে থাকেন, তাঁদের তথ্য যাচাইয়ের উদ্দেশ্যেই নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল দেবীপুরে গিয়েছিল। কিন্তু এলাকায় পৌঁছতেই তাঁদের বাধার মুখে পড়তে হয়। স্থানীয় মহিলাদের অভিযোগ, কমিশনের আধিকারিকরা নিরপেক্ষভাবে কাজ না করে বিজেপির নির্দেশ মতো কাজ করছেন।

বিক্ষোভকারী মহিলারা আধিকারিকদের ঘিরে ধরে 'বিজেপির এজেন্ট' ও 'বিজেপির দালাল' বলে স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি, যাচাইয়ের নামে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে দেবীপুর এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে আধিকারিকরা বোঝানোর চেষ্টা করলেও ক্ষোভ প্রশমিত হতে সময় লাগে।

Related Video