অফস্ক্রিনে জিসান-সারার সম্পর্কটা কেমন, এশিয়ানেটের ক্যামেরায় উঠে এল সেই ছবি

বর্তমানে ধারাবাহিকের নজর কারা জুটি গুলোর মধ্যে অন্যতম সারা-জিসান জুটি। প্রথমটা বেশ কড়া ধাঁচের ব্যবহার থাকলেও এখন কিন্তু সারা জিসানের প্রেম জমে উঠেছে রীতিমত। খারাপ সময় সর্বজয়া ও সারার পাশে ঢাল হয়ে দাড়ায় জিসান।
 

Share this Video

একের পর এক নতুন মোড় আসছে সর্বজয়া ধারাবাহিকে। কঠিন লড়াইয়ের মুখে এখন সর্বজয়া। ঘরোয়া গৃহবধূ যেন রাতারাতি সাক্ষাৎ দশভূজা। ঘরে বাইরে সর্বত্র নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। একের পর এক নতুন চ্যালেঞ্জের সম্মুখিন হতে হচ্ছে এখন তাঁকে। এই ধারাবাহিকের হাত ধরেই ফের পর্দায় ফিরেছেন দেবশ্রী রায়। এই ধারাবাহিকে দেবশ্রী রায়কে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম চরিত্রে। ছাপোষা গৃহবধূ থেকে দশভূজা হয়ে উঠতেই দেখা যাচ্ছে এই ধারাবাহিকে দেবশ্রী রায়কে। ধারাবাহিকে তাঁর চরিত্র ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। এই সর্বজয়ার একমাত্র কন্যা সারা। বর্তমানে এই ধারাবাহিকের নজর কারা জুটি গুলোর মধ্যে অন্যতম সারা-জিসান জুটি। প্রথমটা বেশ কড়া ধাঁচের ব্যবহার থাকলেও এখন কিন্তু সারা জিসানের প্রেম জমে উঠেছে রীতিমত। খারাপ সময় সর্বজয়া ও সারার পাশে ঢাল হয়ে দাড়ায় জিসান। তবে পর্দার ওপরে কেমন কেমস্ট্রি তাদের? সেটাই উঠে এল এশিয়ানেটের ক্যামেরায়। এশিয়ানেট নিউজ বাংলা পৌঁছিয়ে গয়েছিল সর্বজয়া-র মেকআপ রুমে। এশিয়ানেটের সঙ্গে আড্ডায় মাতলেন সারা-জিসান জুটিতে।

Related Video