Sourav Chatterjee: অনস্ক্রিনে রাজীব আর অফস্কিনে রাজীব কতটা আলাদা, জানালেন সৌরভ নিজেই

খোলামেলা আড্ডায় মিঠাই-এর রাজীব অর্থাৎ সৌরভ। মিঠাই ধারাবাহিকের অতন্ত গুরুত্বপূর্ণ চরিত্র রাজীব। হাসি, মজায় রাজীব মাতিয়ে রাখেন গোটা মোদক বাড়ি। বাস্তবেও এক আমোদপ্রিয় মানুষ রাজীব অর্থাৎ সৌরভ।

Share this Video

টিআরপি তালিকার শীর্ষে এখন মিঠাই ধারাবাহিক। একভাবে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে এই ধারাবাহিক। মিঠাই ধারাবাহিকের অতন্ত গুরুত্বপূর্ণ চরিত্র রাজীব। হাসি, মজা আর হৈ-হুল্লোড়ে রাজীব মাতিয়ে রাখেন গোটা মোদক বাড়ি। রাজীব ছাড়া যেন জমেই না কোনও আড্ডা। কিন্তু বাস্তবেও কি এতটাই রসিক মানুষ অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়? শুধু রাজীব নয় অভিনেতা সৌরভ হয়ে এশিয়নেট নিউজ বাংলার সঙ্গে খোলা মেলা আড্ডা দিলেন অভিনেতা। অভিনয় জগতে তাঁর পথচলা শুরুটা আজকের নয়, পথ চলা শুরু হয়েছিল এখানে আকাশ নীল ধারাবাহিকের হাত ধরে। সেখানে তাঁর নামও হয়েছিল সৌরভ। তখন এই নতুন মুখ দর্শকদের মন জয় করেছি নিয়েছিল। কেমন ছিল সেই জার্নি, জিজ্ঞাসা করতেই বেরিয়ে এল অজানা সব গল্প। শুধু তাই নয় ঋতুপর্ণ ঘোষের সঙ্গে গানের ওপরের জার্নির না না তথ্যও উঠে এল আড্ডায়।

Related Video