Ei Path Jodi na Sesh Hoy: ভিন্ন সাজে ঊর্মি-সাত্যকি, এশিয়ানেটের ক্যামেরায় উঠে এল শ্যুটিং-এর নানান মজার দৃশ্য

রোজকার থেকে একেবারে আলাদা সাজে ঊর্মি, সাত্যকি এবং সরকার পরিবারের বাকি সদস্যরা। এত দিনে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন এই সাজের কারন কি? ঊর্মির হুজুগে সরকার বাড়িতে পালিত হচ্ছে করওয়া চৌথ।

Share this Video

রোজকার থেকে একেবারে আলাদা সাজে ঊর্মি, সাত্যকি এবং সরকার পরিবারের বাকি সদস্যরা। এত দিনে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন এই সাজের কারন কি? ঊর্মির হুজুগে সরকার বাড়িতে পালিত হচ্ছে করওয়া চৌথ। আর তার নিজের কাছে থেকে যাওয়া দামি কাপরের ছিট বাপের বাড়ি থেকে নিয়ে আসে উর্মি। কিন্তু সেলাই করবে কে? এক্ষেত্রে খেটে গেল ঊর্মি ম্যাজিক। পিসিমণির মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা, যা তার জীবনের নানা ঘাত প্রতিঘাতে শেষ হতে বসেছিল, তা আবারও বের করে আনে ঊর্মি। পিসিমণিকে মনের জোর দিয়ে আবারও তৈরি করায় করওয়া চৌথের পোশাক। তারপরই শুরু হয় পুজোর ব্রতকথা, সেই ব্রত কথা শোনাতে গিয়েই নিজেকে আর সাত্যকিকে রাজা রানী হিসাবে কল্পনা করে বসে ঊর্মি। বাড়ির বাকিদেরও কল্পনা করে নানা রূপে। এই দৃশ্য ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন। তবে এ তো গেল পর্দার ওপরের কথা। এশিয়ানেটের ক্যামেরায় উঠে এল শ্যুটিং-এর নানান মজার দৃশ্য।

Related Video