ফের গুড নিউজ দিচ্ছেন করিনা, পার্টনার এবার খিলাড়ি, দেখুন ভিডিও

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের বৃহস্পতি এখন তুঙ্গে। একের পর এক বাণিজ্যিক বাবে সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। ঐতিহাসিক, রোমান্টিক কিংবা কমেডি, সবেতেই হাজির তিনি। তবে এবার ভিন্ন রকম এক গল্পে পাওয়া যাচ্ছে বলিউডের খিলাড়িকে। 

 

/ Updated: Nov 19 2019, 06:42 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের বৃহস্পতি এখন তুঙ্গে। একের পর এক বাণিজ্যিক বাবে সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। ঐতিহাসিক, রোমান্টিক কিংবা কমেডি, সবেতেই হাজির তিনি। তবে এবার ভিন্ন রকম এক গল্পে পাওয়া যাচ্ছে বলিউডের খিলাড়িকে। 

আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অক্ষয় ও করিনা কাপুর অভিনীত গুড নিউজ। তার আগে সিনেমাটির ট্রেলার নিয়ে হাজির হলেন তাঁরা। যাতে কমেডির ছলে রয়েছে ভিন্ন স্বাদের এক গল্প। করিনা, অক্ষয় ছাড়াও সিনেমাতে রয়েছেন দলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আডবাণি। পরিচালনা করছেন  রাজ মেহেতা।  

সিনেমায় স্বামী-স্ত্রী হয়েছে অক্ষয় ও করিনা। সন্তান নিতে চিকিৎসক যে উপায় তাঁদের বলেন তা করতে গিয়েই ঘটে বিপত্তি। ইতিমধ্যে ট্রেলারটি পছন্দ হয়েছে দর্শকদের।