বোনেদের থেকে ফোঁটা নিলেন দাদা প্রসেনজিৎ, খেলেন মন ভরে


প্রতিবছর নিয়ম করে ভাইফোঁটা নেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবারও বালগঞ্জের বাড়িতে বসেছিল ভাইফোঁটার আসর।

Share this Video


প্রতিবছর নিয়ম করে ভাইফোঁটা নেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবারও বালগঞ্জের বাড়িতে বসেছিল ভাইফোঁটার আসর। বোন পল্লবী চট্টোপাধ্যায় ও শর্মিলা সিং ফ্লোরা ফোঁটা দিলেন দাদা প্রসেনজিতের কপালে। এমনিতে ডায়েট কনসাস হলেও এদিনটায় মন খুলেই খান অভিনেতা। তাই এবারও দাদার জন্য প্রিয় খাবার রান্না করেছিলেন বোন পল্লবী।

Related Video