জি-বাংলার বিশেষ নিবেদন 'আগমনী আরাধনা', নাচে-গানে আড্ডায় এবার জমে উঠবে মহালয়া

'ঢাকে পড়ে গিয়েছে কাঠি। পুজো এখন দোরগোরায়। আগামী বুধবার, ৬ সেপ্টেম্বর রয়েছে মহালয়া। আর এই মহালয়া (Mahalaya) মানেই পুজোর শুরু। মহালয়ায় জি বাংলার (Zee Bangla) বিশেষ নিবেদন 'আগমনী আরাধনা'। 'আগমনী আরাধনা'-র শ্যুটিং ফ্লোরে এশিয়ানেট নিউজ বাংলা। সেখানে পুজোর সাজে সেজে উঠেছে শ্যুটিং ফ্লোর। সেই সঙ্গে গান-বাজনায় জমে উঠেছে মহালয়ার আড্ডা। আগমনী আরাধনায় থাকছে তারকাদের মেলা। অনুষ্ঠানের অতিথি- রাঘব চট্টোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, সহজ-মা, অনিক ধর। এছাড়াও থাকছে শ্রীমা, ইউটিউবার ওয়ান্ডার মুন্না, দুর্নিবার, অদিতি মুন্সি, অর্কদীপ, ঋষি, অনুষ্কা, মধুবন্তী, নীহারিকা। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি থেকে শ্যামা সঙ্গীত, আগমনীর গান। ৪০টি গানের এক জমজমাট আগমনী আড্ডা, বুধবার, রাত ১২টায়। আগমনী আরাধনা সম্প্রচার হবে জি-বাংলার ফেসবুক পেজে।
 

Share this Video

'ঢাকে পড়ে গিয়েছে কাঠি। পুজো এখন দোরগোরায়। আগামী বুধবার, ৬ সেপ্টেম্বর রয়েছে মহালয়া। আর এই মহালয়া (Mahalaya) মানেই পুজোর শুরু। মহালয়ায় জি বাংলার (Zee Bangla) বিশেষ নিবেদন 'আগমনী আরাধনা'। 'আগমনী আরাধনা'-র শ্যুটিং ফ্লোরে এশিয়ানেট নিউজ বাংলা। সেখানে পুজোর সাজে সেজে উঠেছে শ্যুটিং ফ্লোর। সেই সঙ্গে গান-বাজনায় জমে উঠেছে মহালয়ার আড্ডা। আগমনী আরাধনায় থাকছে তারকাদের মেলা। অনুষ্ঠানের অতিথি- রাঘব চট্টোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, সহজ-মা, অনিক ধর। এছাড়াও থাকছে শ্রীমা, ইউটিউবার ওয়ান্ডার মুন্না, দুর্নিবার, অদিতি মুন্সি, অর্কদীপ, ঋষি, অনুষ্কা, মধুবন্তী, নীহারিকা। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি থেকে শ্যামা সঙ্গীত, আগমনীর গান। ৪০টি গানের এক জমজমাট আগমনী আড্ডা, বুধবার, রাত ১২টায়। আগমনী আরাধনা সম্প্রচার হবে জি-বাংলার ফেসবুক পেজে।

Related Video