Didi no.1 : কচি-কাচাদের সঙ্গে নিয়ে দিদি No.1-এ কাম ব্যাক রচনা-র

আবারও পুরনো ছন্দে ফিরতে চলেছে দিদি নম্বর ১। বাবাকে হারিয়ে কিছু দিনের জন্য বিরতি নিয়েছিলেন রচনা। এই কদিন অনুষ্ঠান সঞ্চালনা করেন সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা সৌরভ দাসও।
 

Share this Video

 আবারও ছন্দে ফিরছে দিদি নম্বর ওয়ানের মঞ্চে। বাবাকে হারিয়ে কাজ থেকে বিরতি নিয়েছিলেন সকলের প্রিয় দিদি, অভিনেত্রী, সঞ্চালিকা রচনা বন্ধ্যোপাধ্যায়। তাঁর জায়গায় কিছুদিন জনপ্রিয় এই টিভি শো হোস্ট করছিলেন অপর জনপ্রিয় টিভি শো রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় এবং সৌরভ দাস। বদল এসেছিল শোয়ের ফরমেটেও। খোলা আকাশের নীচে পিকনিক-এর মাধ্যমে হচ্ছিল শো। দক্ষতার সঙ্গে সঞ্চালনার দায়িত্ব সামলেও রচনা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতী মানতে পারছিলেন না দর্শকরা। আর তাই কঠিন সময় কাটিয়ে সকলের শুভ কামনা নিয়ে শ্যুটিংয়ে ফিরলেন রচনা বন্দ্যোপাধ্য়ায়। নিজের জীবনের সব থেকে কাছের মানুষকে হারিয়ে জীবন বিমুখ হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু সকলের ভালোবাসা তাঁকে নতুন করে ছন্দে ফেরার সাহস জুগিয়েছে। সোমবার কোচিকাচদের নিয়ে পর্দায় ফিরলেন তিনি। আবারও জমে উঠবে দিদি নম্বর ওয়ানের মঞ্চ। 

Related Video