লকডাউনে ঋতুপর্ণার জীবনে নতুন করে দম্পত্য প্রেম, দম্পত্য প্রেম নিয়ে আর কি বললেন ঋতুপর্ণা দেখে নিন

  • পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি ঘরে বসে চলছে কাজ
  • সমস্যা থাকলেও নিউ নর্মাল শিখিয়েছে অনেক কিছুই
  • লকডাউনে বেড়েছে দম্পত্য প্রেমও
  • ভার্চুয়াল আড্ডায় আর কি বললেন 'ঋতু' দেখে নিন
     

Share this Video

লকডাউনে কলকাতা নয় সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে দিন কাটছে ঋতুপর্ণা সেনগুপ্তর। সারাবছরই শুটিংয়ে ব্যস্ত থাকেন ঋতুপর্ণা। তাই বাড়িতে তেমন সময় দিতে পারেননা বললেই চলে। তবে দীর্ঘ দিন পরে এই লকডাউন যেন তাঁকে পরিবারের অনেকটা কাছাকাছি এনে দিয়েছে। লকডাউনে এটা যেন একটা উপড়ি পাওনা হয়েছে তাঁর। পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে তিনি ও তাঁর পরিবার সবাই খুশিতেই সময় কাটাচ্ছেন। ঘরে থেকে এখন একজন পারফেক্ট মাদার হয়ে উঠেছেন তিনি। তবে লক ডাউনেও শুটিংয়ের কাজ যেন একরকম থমকে গিয়েছে। এখন তাই ঘরে বসেই চলছে তার কাজ অনলাইনে। তবে তার পাশাপাশি চলছে ছেলে-মেয়েকে পড়াশোনা করানো আর সেই সঙ্গেই শাসনও। সব মিলে ফেমেলি টাইম কাটছে তাঁর এখন। স্বামীর সঙ্গেও আবার এক সঙ্গে অনেকটা সময় কাটাতে পারছেন তিনি। তবে তাঁর স্বামী কাজের ব্যস্ততা নিয়ে তার কোথাও একটা যেন অভিযোগের সুর শোনা গেল। তবুও দীর্ঘ সময়ের পর এমন ফ্যামেলি টাইম কাটাতে পেরে তিনি অনেকটাই খুশি।

Related Video