প্রকাশ্যে চুম্বন, স্বামী রোহানপ্রীত সিং -এর সঙ্গে রোমান্সে মত্ত নেহা কক্কর

  • সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নেহা কক্কর ও রোহানপ্রীত সিং
  • বিয়ে করে রীতিমতন লাইম লাইটে রয়েছে এখন এই সেলেব দম্পতী
  • এবার এই দম্পতীকেই দেখা গেল প্রকাশ্যে রোমান্স করতে
  • প্রকাশ্যেই রীতিমতন চুম্বনে ডুবলেন দুজনেই

Share this Video

প্রেম যেন আর বাধ মানছে না, প্রকাশ্যেই রোমান্স করতে দেখা গেল স্বামী রোহনপ্রীত সিং -এর সঙ্গে নেহা কক্করকে। এমনকি তাদের চুম্বন করতেও দেখা গেল। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নেহা কক্কর। তার পর থেকেই একরকম লাইম লাইটে রয়েছেন এই সেলেব দম্পতি। সেই সঙ্গেই তাদের নিয়ে চলছে নানান রকম গসিপও। তাঁর বিয়ের পোশাক নিয়েও চলছে নানান রকম গসিপ। তবে নেট দুনিয়ায় এখন তাঁদের হট কাপেল বলাই যায়। বিয়ে হতে না হতেই এখন তারা রোমান্সে মেতেছেন। গান গেয়েই চলছে প্রেমালাপ আর সেই সঙ্গেই রোমান্সও। সব মিলিয়ে এখন যে তাঁরা বেশ আনন্দেই তাঁদের নতুন দাম্পত্য জীবন কাটাচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখেনা। 

Related Video