Salil Chowdhury birthday: বাবার জন্মদিনে বাবার স্মৃতিচারণে সলিল চৌধুরী কন্যা অন্তরা

১৯ নভেম্বর জন্মদিন প্রখ্যাত গীতিকার এবং সুরকার সলিল চৌধুরীর। এবার ৯৬ তম জন্মবার্ষিকী সলিল চৌধুরীর। বাবার জন্মদিনে ছেলে বেলার স্মৃতিচারণে অন্তরা চৌধুরী।

Share this Video

১৯ নভেম্বর জন্মদিন প্রখ্যাত গীতিকার এবং সুরকার সলিল চৌধুরীর। ১৯২৫ সালের ১৯ নভেম্বর জন্মহয় তাঁর। একের পর এক অসাধারণ সব গান উপহার দিয়েছেন তিনি। তাঁর গাওয়া গান আজও মানুষের মন ছুঁয়ে যায়। তবে শুধু গানই নয় তাঁর আরও প্রতিভা ছিল। তিনি বাঁশি, পিয়ানো, এসরাজের মতো একাধিক বাদ্যযন্ত্রও বাজাতে পারতেন। তিন ছিলেন দেশের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকদের মধ্যে একজন। বাংলা ছাড়াও তিনি অন্যান্য ভাষার ছবিতেও সঙ্গীত পরিচালনা করেছেন। বাংলা ছাড়াও বহু হিন্দি ছবিরও সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। এছাড়াও মালয়ালাম চলচ্চিত্র, মারাঠী, তামিল, তেলুগু, কান্নাডা, গুজরাটি, ওড়িয়া এবং অসামীয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন তিনি। এবার ৯৬ তম জন্মবার্ষিকী সলিল চৌধুরীর। বাবার জন্মদিনে ছেলেবেলার স্মৃতিচারণে অন্তরা চৌধুরী। বাবাকে উৎসর্গ করে ছেলেবেলার একটি গানও গাইলেন। সলিল চৌধুরির সুর দেওয়া গানেই জন্মদিনে জানালেন বাবাকে শ্রদ্ধা।

Related Video