কলকাতার দর্শক অতুলনীয়, চলচ্চিত্র উৎসবের সমাপ্তিতে মমতার গুণগান শাবানার গলায়


শেষ হল কলকাতা চলচ্চিত্র উৎসব। নজরুলমঞ্চে সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন অভিনেত্রী শাবানা আজমি। এই শহরের দর্শক সিনেমা বোঝেন, তা অকপটে জানালেন অভিনেত্রী। 
বৃহস্পতিবার শাবানার বাবা কইফি আজমির উপর একটি ডকুমেন্টরি দেখান হয় চলচ্চিত্র  উৎসবে। সেখানে  দর্শকদের উৎসাহ দেখে তিনি মুগ্ধ হন। চলচ্চিত্র উৎসব এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দরাজ সার্টিফিকেট দেন  শাবানা আজমি।

Share this Video


শেষ হল কলকাতা চলচ্চিত্র উৎসব। নজরুলমঞ্চে সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন অভিনেত্রী শাবানা আজমি। এই শহরের দর্শক সিনেমা বোঝেন, তা অকপটে জানালেন অভিনেত্রী। বৃহস্পতিবার শাবানার বাবা কইফি আজমির উপর একটি ডকুমেন্টরি দেখান হয় চলচ্চিত্র উৎসবে। সেখানে দর্শকদের উৎসাহ দেখে তিনি মুগ্ধ হন। চলচ্চিত্র উৎসব এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দরাজ সার্টিফিকেট দেন শাবানা আজমি।

Related Video