২২ গজ ছেড়ে বলিউডে? ‘ডাবল এক্সেল’ স্টার শিখর ধওয়নের বক্ষলগ্ন হুমা কুরেশি!
শিখর ধাওয়ানের কেরিয়ারে নতুন দিক খুলতে চলেছে, ক্রিকেটের পর এবার রূপোলি পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন ভারতের এই ওপেনিং ব্য়াটার
শিখর ধাওয়ানের কেরিয়ারে নতুন দিক খুলতে চলেছে, ক্রিকেটের পর এবার রূপোলি পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন ভারতের এই ওপেনিং ব্য়াটার | তাই সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশির সঙ্গে ডবল এক্সএল (Double XL) সিনেমায় তিনি সিনেমায় নামছেন |