Asianet News BanglaAsianet News Bangla

প্রথাগত শিক্ষা না নিয়েও ফ্যাশনে পারদর্শী ছিলেন শর্বরী দত্ত, এক নজরে অজানা শর্বরী

Sep 18, 2020, 8:19 PM IST

প্রয়াত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। ব্রড স্ট্রিটের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। বিখ্যাত সাহিত্যিক অজিত দত্তের মেয়ে ছিলেন শর্বরী দত্ত। ছোট থেকেই তিনি ছিলেন নৃত্য ও সঙ্গীতে পটিয়সী ছিলেন। পড়াশোনাতেও যথেষ্ট মেধাবী ছিলেন তিনি। প্রেসিডেন্সি থেকে স্নাতক হন তিনি। পরে দর্শনে স্নাতকোত্তর সম্মান লাভ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৯১ সালে ফ্যাশন জগতে যাত্রা শুরু হয় তাঁর। সেই বছর পার্ক সার্কাসে তিনি একটি প্রদর্শনী করেন। যেখানে শুধুই ছিল পুরুষদের ফিউশন পোশাক। নানান রঙের ধুতির পারে কারুকার্য করা, এই ছিল সেখানে। শাড়ির মত দেখতে ধুতি নিয়েই শুরু হয়ে যায় হাসাহাসি। পরে সেই ধুতির খোঁজেই অবাঙালিরা ছুটে এসেছিলেন কলকাতায়। ভিড় জমেছিল তাঁর কলকাতার স্টুডিওতেও। অথচ তাঁর প্রথম প্রদর্শনীর একটি পোশাকও বিক্রী হয়নি। তবে ফ্যাশানের প্রথাগত শিক্ষা তিনি কোনও দিন নেননি। পরে পুরুষদের পোশাক ডিজাইনার হিসাবেই তাঁর নাম ছড়িয়ে পড়ে। অমিতাভ বচ্চন থেকে সচিন তেন্ডুলকর, সবাই সেজেছেন শর্বরীর ফ্যাশানে। আর তাঁরই এই রহস্য মৃত্যু কেও মেনে নিতে পারছে না এখনও।


 

Video Top Stories