আপ্রাণ সন্তুর বাজানোর চেষ্টা, ছোট্ট ইউভানের মনকাড়া ভিডিও

 সন্তুর বাজানোর চেষ্টা ছোট্ট ইউভান-এর। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন রাজ চক্রবর্তী। ভিডিওয় দেখা গিয়েছে আপ্রাণ সন্তুর বাজানোর চেষ্টা চালাচ্ছে ইউভান। বাদ্যযন্ত্র বাজাতে পেরে বেজায় খুশি রাজশ্রী পুত্র। ইউভানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ভাইরাল।
 

Share this Video

একটু একটু বেড়ে উঠছে রাজশ্রী পুত্র ছোট্ট ইউভান। তার বেড়ে ওঠার সমস্ত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রাজ এবং শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ রাজ-শুভশ্রী।নিজেদের ভিডিওর পাশাপাশি ইউভানেরও ভিডিও শেয়ার করেন রাজ এবং শুভশ্রী। সোশ্যাল মিডিয়ার হাত ধরে ইউভানের নানান মজার মজার ভিডিও উঠে আসে সামনে। আরও একবার তেমনই ভিডিও উঠে এল। সন্তুর বাজানোর চেষ্টা চলছে ছোট্ট ইউভান-এর। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন রাজ চক্রবর্তী। ভিডিওয় দেখা গিয়েছে আপ্রাণ সন্তুর বাজানোর চেষ্টা চালাচ্ছে ইউভান। বাদ্যযন্ত্র বাজাতে পেরে বেজায় খুশি রাজশ্রী পুত্র। ইউভানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ভাইরাল। ভিডিওটি পোস্ট করে রাজ চক্রবর্তী জানিয়েছেন এটা ইউভানের নতুন ইনটারেস্ট। একদিনের মধ্যেই ভিডিওটিতে ২৫ হাজারেরও বেশি লাইক পড়েছে। এছাড়াও ১০০র ও বেশি কমেন্ট পড়েছে পোস্টটিতে। সব মিলিয়ে খুদের এমন নজরকাড়া ভিডিও মন কেড়েছে সকলের।

Related Video