Bengali serial Uma: কী হতে চলেছে উমা-র ফুলশয্য়ার রাতে, ধারাবাহিকে আসতে চলেছে বড় চমক

নতুন জীবন শুরু করেছে উমা-অভি। নতুন জীবনে নানান সমস্যার সম্মুখিন হচ্ছে তাঁরা। অভি তবে উমার বিপদে সবসময় ঢাল হয়ে দাঁড়ায়। এবার এসে গেল অভি-উমার ফুলশয্যার দিন। অভি-উমার ফুলশয্যার দিনে ধারাবাহিকে থাকছে নানান চমক।

Share this Video

নানা সমস্যায় মধ্যে দিয়েই নতুন জীবন শুরু হয়েছে উমা-অভির। বিয়ের মণ্ডপ থেকে তাদের জীবনে ঘটে চলেছে অপ্রত্যাশিত কিছু ঘটনা। বলা ভালো বিয়েটাই হল আচমকা। স্বভাবতই শশুর বাড়িতে পা রেখেই নানান সমস্যার সম্মুখিন হতে হচ্ছে উমাকে। তবে অভি উমার বিপদে সবসময় ঢাল হয়ে দাঁড়ায়। এবার এসে গেল অভি উমার ফুলশয্যার দিন। আর সেই দিনেই হতে চলেছে নানান টুইস্ট। উমার উপর হওয়া অন্যায় এর প্রতিবাদে, এবং তাঁকে নির্দোষ প্রমাণ করতে উমাকে বিয়ে করে অভি। সদ্যই তাদের চার হাত এক হয়েছে উমা কে ইন্ডিয়ান ক্রিকেট দলের একজন করে তোলাই অভির জীবনের এক মাত্র সংকল্প। আর তাই তো এত কান্ড, আলিয়াকে বিয়ের মণ্ডপে রেখেই উমাকে বিয়ে করে অভি। শুরু হয় তাদের নতুন জীবন। তবে এই জীবনের শুরুতেই পরতে পরতে বাঁধার মুখে পড়তে হচ্ছে তাদের। 

Related Video