সরস্বতী পুজো উপলক্ষে সুপার সিঙ্গার-এর মঞ্চে থাকছে বড় চমক

রাত পোহালেই বাগ দেবীর আরাধনায় মাতবে সকলে। তারই প্রস্তুতি এখন তুঙ্গে। আর ধারাবাহিক বা রিয়ালিটি শোয়েও এখন দেখা যায় বাগদেবীর আরাধনা। টেলিভিশনের যুগে সব কিছুতেই দেখা যায় পুজো থেকে শুরু করে নানান অনুষ্ঠান।
 

Share this Video

রাত পোহালেই বাগ দেবীর আরাধনায় মাতবে সকলে। তারই প্রস্তুতি এখন তুঙ্গে। আর ধারাবাহিক বা রিয়ালিটি শোয়েও এখন দেখা যায় বাগদেবীর আরাধনা। টেলিভিশনের যুগে সব কিছুতেই দেখা যায় পুজো থেকে শুরু করে নানান অনুষ্ঠান। তবে রিয়ালিটি শো বা ধারাবাহিকে দিনটার উদযাপন কিন্তু প্রতিবারই একটু অন্য ভাবেই হয়। এবারও তার ব্যাতিক্রম হল না। স্টার জলসার সুপার সিঙ্গার এর মঞ্চ সেজে উঠছে বাগ দেবীর আরাধনার উদ্যেশ্যে। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। ক্যামেরায় ধরা পড়ল প্রস্তুতির ছবি। স্টার জলসার এই রিয়ালিটি শো এখন বেশ জনপ্রিয়। এই সুপার সিঙ্গারের মঞ্চেই আসতে চলেছে বড় চমক। সরস্বতী পুজো মানেই বাগদেবীর আরাধানা আর এই দিনই গানে গানে জমে উঠবে বিশেষ এপিসোড। থাকবে মন ছুঁয়ে যাওয়া নানান গান। তারই প্রস্তুতি পর্ব ধরা পড়ল ক্যামেরায়। জর কদমে দেখা গেল চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Related Video