বিয়ে নয় ওটা লিভ ইন ছিল, বিস্ফোরক বিবৃতি নুসরতের

  • নুসরত জাহানকে নিয়ে রীতিমত শুরু হয়েছে চর্চা
  • তাঁর মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই যেন উত্তাল টলিপাড়া 
  • এরই মাঝে নিখিল সাফ জানিয়ে দেন তিনি এই সন্তানের বাবা নন
  • একটি বিবৃতিতে নুসরত জানান নিখিলকে বিয়ে করেননি তিনি

Share this Video

নুসরত জাহানকে নিয়ে রীতিমত শুরু হয়েছে চর্চা। তাঁর মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই যেন উত্তাল টলিপাড়া। একের পর এক উঠতে থাকে প্রশ্ন। এরই মাঝে নিখিল সাফ জানিয়ে দেন তিনি এই সন্তানের বাবা নন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন বলেও জানা যায়। এবার তাঁকে নিয়ে সামনে এলো নয়া তথ্য। একটি বিবৃতিতে নুসরত জানান, নিখিলকে বিয়ে করেননি তিনি। এতদিন লিভ ইন বা সহবাস করছিলেন নুসরত জাহান। তিনি এও জানান তাঁদের আইনি বিয়ে হয়নি। নুসরতের কথায়, বিয়ে যখন হয়নি, তখন বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। 

Related Video