Asianet News BanglaAsianet News Bangla

দরাজ গলায় সেটে সেই কবিতা মিস করব, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত ঋতুপর্ণা

Nov 15, 2020, 8:09 PM IST
  • facebook-logo
  • twitter-logo
  • whatsapp-logo

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ সিনে মহল। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়ের শুরু থেকেই সৌমিত্র কাকুর স্নেহের পাত্রী ছিলেন তিনি। অভিনয় জীবনের শুরুতেই তাঁর সঙ্গে অভিনয় করেন ঋতুপর্ণা। শেষ চিঠিতে অভিনয় করেছেলিন তাঁর সঙ্গে। শেষ ছবি বেলা শুরুতে মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এছড়াও প্রাক্তন, পারমিতার একদিন, বসু পরিবারের মত বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। চলচ্চিত্র জগতে আরও এক নক্ষত্রপতন, বললেন তিনি। 

Video Top Stories