যুদ্ধের মধ্যেও ইউক্রেনের এই মডেল ছড়াচ্ছেন উষ্ণতা

দেশে চলছে যুদ্ধ, আর ইউক্রেনের এই মডেল নেট দুনিয়ায় ছড়াচ্ছেন উষ্ণতা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের এই মডেলের কাছে এসেই চলেছে বিয়ের প্রস্তাব। পৃথিবীর নানা দেশ থেকে পুরুষরা পাঠাচ্ছেন তাকে এই বার্তা। তিনি মনে করছেন অনেক রাশিয়ানরাও তাকে দিচ্ছেন বিয়ের প্রস্তাব। এই মডেল জানিয়েছেন তাকে সবাই ইউক্রেন থেকে উদ্ধার করতে চান। ইউক্রেনের মডেলিং দুনিয়ায় এক নম্বর তারকা লুইসা খোভানস্কি। লুইসার আকর্ষণীয় চেহারাই তার জনপ্রিয়তার কারন। 

Share this Video

বিখ্যাত মডেল কিম কার্দাশিয়ানের সঙ্গে তুলনা করা হয় লুইসার। যুদ্ধের জন্য এখন ইউক্রেনে মডেলিং কাজ বন্ধ। লুইসার কাছেও তাই কোন কাজ নেই। কিন্তু ইউক্রেনের এই মডেল একজন পেশাদার গেম ডেভলপার। 'ওনলি ফ্যানস' থেকেও লুইসা উপার্জন করেন। লুইসা বলেন, তিনি জানেন তাঁর বক্ষ-সৌন্দর্য পুরুষকে আকর্ষণ করে। শারীরিক কারণেই নিজের স্তনের আকৃতি বদলাতে চান লুইসা। এই মুহূর্তে লুইসা বিয়ে করতে চান না। কারন তার দেশ এখন দুঃসময়ের মধ্যে দিয়ে চলছে। যুদ্ধের মধ্যেও ইউক্রেনের এই মডেল ছড়াচ্ছেন উষ্ণতা

Related Video