ধনসম্পদের দেবী লক্ষ্মীর আরাধোনায় অভিনেত্রী দেবলীনা কুমার, এক নজরে দেখে নিন ভিডিও

  • দেবী লক্ষ্মীর আরধোনায় মেতেছেন অভিনেত্রী দেবলীনা কুমার
  • অন্যান্য বছরের মতই এবছরও তাঁর বাড়িতে পুজো হচ্ছে
  • আর সেই পুজোর জোগাড় করতেই দেখা গেল তাঁকে
  • এক নজরে দেখে নিন সেই ভিডিও

Share this Video

কোজগরী লক্ষ্মী পুজো প্রায় সকলের ঘরে ঘরেই হয়। এই পুজোতেই মাততে দেখা যায় অভিনেতা-অভিনেত্রীদের। কম বেশি সব অভিনেতা-অভিনেত্রীর বাড়িতেই এই পুজো হয়ে থাকে। অন্যান্য বছরের মত এবছরও নিজের বাড়ির পুজোয় মাতলেন অভিনেত্রী দেবলীনা কুমার। অন্যান্য বছরের মতই এবছরও তাঁর বাড়িতে পুজো হচ্ছে। তবে এবার পুজোয় নেই তেমন জাঁকজমক। করোনা আবহে এবার ঘরোয়া ভাবেই পুজো হচ্ছে তাঁদের। আত্মীয়-স্বজনরা মিলেই এবার পুজো করছেন। বায়রের কাওকেই এবার নিমন্ত্রণ করেননি তারা। তবে মায়ের পুজোর জোগাড়ে কোনও ত্রুটি রাখেননি তাঁরা। বাড়ির মেয়ের মতনই তাই মায়ের প্রসাদে থাকছে চকলেট, চিপসও এছাড়ও আরও অনেক কিছুএ থাকছে। তবে এবার তাঁর মায়ের কাছে একটাই প্রার্থনা 'কোভিড গিয়ে নিই নর্মাল নয় নর্মাল লাইফে ফিরুক সকলে'। 

Related Video