দেশের বাড়ি মহিষাদল রাজবাড়ি, এবার সেখানেই পুজো কাটছে টলি অভিনেত্রী জুন মালিয়ার

  • মহিষাদল রাজবাড়ির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক জুন মালিয়ার
  • এবার সেখানেই পুজো কাটছে তাঁর
  • বহু বছর পর সেখানে যেতে পেরে বেশ খুশি তিনি
  • এক নজরে তাঁর সেখানে সময় কাটানের মুহুর্তের সেই ভিডিও 
     

Share this Video

করোনার জেরে এবার পুজোয় জাঁকজমক থাকলেও দর্শক শূণ্য মন্ডপ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এইরূপ করোনা পরিস্থিতিতে অনেকেই গৃহবন্দি অবস্থায় পুজো কাটাচ্ছেন। আর এই পুজোতেই নিজের দেশের বাড়িতে সময় কাটাচ্ছেন টলি অভিনেত্রী জুন মালিয়া। মহিষাদলের রাজ পরিবারের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক। এমনকি তিনি ছোট বেলায় সেখানেই পুজো কাটাতেন। এবছরও আগের মতই পুজোতে দেশের বাড়িতে হাজির জুন। সারা বছর কাজেই ব্যস্ত থাকেন তিনি। আর সেই কারণেই দীর্ঘদিন তাঁর সেখানে যাওয়া হয়নি। তাই এবছর কোভিড পরিস্থিতিতে সুযোগ পেয়েই সেখানে পৌঁছে গিয়েছেন তিনি। বহু বছর পর সেখানে যেতে পেরে এখন আনন্দেই সময় কাটছে তাঁর। সেখানে ঢাক বাজানো থেকে শুরু করে মায়ের আরতি সব কিছু নিয়েই সেখানে মেতেছেন তিনি।

Related Video