'অনুমাধব' না 'অনুব্রত', ভয় গোস্বামীর কবিতায় ভাইরাল রুদ্রনীল
'অনুমাধব'-কে নিয়ে রুদ্রর কবিতা এখন ভাইরাল নেট দুনিয়ায়। নাম না করে ছদ্মনামে অনুব্রতকে কটাক্ষ রুদ্রনীলের। ভিডিওর ক্যাপশনে রুদ্রনীল দিয়েছেন 'ভালো থেকো অনুমাধব'। রুদ্রনীল বিঁধতে ছাড়েননি দিদিকেও।
রুদ্রনীল অভিনয়ে রাজনীতির পাশাপাশি যে ভালো কবিতাও বলেন তা অনেকেরই জানা। বহুবার তাঁকে নানান কবিতা বলতে শোনা গিয়েছে। তাঁর কবিতা সব সময়েই সবার মন ছুঁয়ে যায়। রাজনীতি নিয়েও তাঁকে নানান কবিতা বানাতে শোনা যায়। সোস্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসে সেই সব ভিডিও। আবারও তেমনই এক ভিডিও উঠে এল সোশ্যাল মিডিয়ার হাত ধরে। বেনিমাধবের বদলে অনুমাধবকে নিয়ে এবার নতুন কবিতা রুদ্রনীলের। 'অনুমাধব'-কে নিয়ে রুদ্রর কবিতা এখন ভাইরাল নেট দুনিয়ায়। নাম না করে ছদ্মনামে অনুব্রতকে কটাক্ষ রুদ্রনীলের। নিজেকে সিবিআই বলতেও শেনা গিয়েছে। সিবিআই যে অনুমাধবকে চায় সেই কথাও বলতে শোনা গিয়েছে এই কবিতায় সেই সঙ্গেই অনুমাধব পকেটে পুলিশ, গরু এবং কয়লা ভরে রাখে সেই কথাও বলতে শোনা গিয়েছে। ভিডিওর ক্যাপশনে রুদ্রনীল দিয়েছেন 'ভালো থেকো অনুমাধব'। রুদ্রনীল বিঁধতে ছাড়েননি দিদিকেও। ভিডিও পোস্টের ১ ঘন্টার মধ্যেই ৯ হাজারের ওপরে লাইক। ভিডিওটিতে হাজারের ওপরে কমেন্টও দেখা গিয়েছে।