বিছানায় শুয়ে দুষ্টুমির ছলে আদর, ভিডিও ভাইরাল শ্রীলেখার

বিছানায় শুয়ে রোম্যান্স শ্রীলেখার। কার সঙ্গে রোম্যান্স করছেন তাঁর নাম অবশ্য জানাননি তিনি। শ্রীলেখার এই ভিডিওটি তবে ইতিমধ্যেই ভাইরাল। সবটাই তবে শ্যুটিংয়ের ফাঁকে মজা করেই করেছেন শ্রীলেখা।

/ Updated: Mar 16 2022, 08:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোশ্যাল মিডিয়ায় (social media) বেশ অ্যাকটিভ শ্রীলেখা মৈত্র (Sreelekha Mitra)। হামেশাই তাঁর নানান ভিডিও সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসে। বিছানায় শুয়ে রোম্যান্স (Romance) শ্রীলেখার। কার সঙ্গে রোম্যান্স করছেন তাঁর নাম অবশ্য জানাননি তিনি। এই পোস্টটিতে নাম না জানালেও আগেই তিনি এই সুপুরুষের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন। এই ভিডিওটির (viral video) আগে একটি ভিডিওতেও দু'জনের অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরা বন্দি হয়। সেখানেই শ্রীলেখা জানান অজিঙ্ক্য তাঁর সহকর্মী তাঁর পার্টনার নয়। আগের ভিডিওর মতোই শ্রীলেখার এই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। সবটাই তবে শ্যুটিংয়ের ফাঁকে মজা করেই করেছেন শ্রীলেখা তেমনটা বেশ বোঝা গিয়েছে ভিডিওর ক্যামশন দেখে। ইতিমধ্যেই ভিডিওটিতে কমেন্টের বন্যা বইছে। কমেন্টে অনেকেই শ্রীলেখার প্রশংসা করেছেন। ভিডিওয় তাঁর এক্সপ্রেশনের প্রশংসাও করতে দেখা গিয়েছে অনেককে। অনেকে আবার কমেন্টে জানিয়েছেন তাঁরা শ্রীলেখার কত বড় ভক্ত।