এই বয়সেই তাক লাগানো অভিনয় ইউভানের, দেখে নিন মজার ভিডিও

প্রতিদিনই একটু একটু করে বেড়ে উঠছে ছোট্ট ইউভান। তার বেড়ে ওঠার নানান মুহূর্তের ভিডিও শেয়ার করেন রাজ-শুভশ্রী। এবার সামনে এল ইউভানের অ্যাক্টিং-এর এক মজার ভিডিও। এই ছোট্ট বয়সেই অ্যাক্টিং করতে দেখা গিয়েছে এক মজার ভিডিওয়।
 

Share this Video

প্রতিদিনই একটু একটু করে বেড়ে উঠছে ছোট্ট ইউভান। তার বেড়ে ওঠার নানান মুহূর্তের ভিডিও শেয়ার করেন রাজ-শুভশ্রী। এবার সামনে এল ইউভানের অ্যাক্টিং-এর এক মজার ভিডিও। এই ছোট্ট বয়সেই তাকে অ্যাক্টিং করতে দেখা গিয়েছে এক মজার ভিডিওয়। এখন থেকেই কেমন অভিনয় করতে শিখেছে ইউভান সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এসেছে সেই ছবি। প্রসঙ্গত, রাজশ্রী পুত্র ইউভান এখন এক খুদে তারকা বলাই যায়। তার মজার মজার ভিডিও দেখতে ভালোবাসেনা এমন মানুষ মেলা ভার। এই ছোট্ট বয়সেই তার রয়েছে প্রচুর ভক্ত। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই উঠে আসে তার নানান মজার ভিডিও। কখনও তাকে দেখা যায় বাবার কোলে বসে গাড়ি চালাতে। কখনও দেখা যায় ঘরের মধ্যে খেলে বেড়াতে। তার নানান মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন কখনও রাজ চক্রবর্তী কখনও শুভশ্রী। তার নানান মজার ভিডিও উঠে আসে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আবারও তেমনই এক মজার ভিডিও উঠে এল এবার। 

Related Video