ইউরো নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, এক নজরে আজকের ম্যাচ প্রিভিউ

  • ১১ জুন থেকে শুরু হয়ে গিয়েছে ইউরো কাপ 
  • সেই দিকেই তাকিয়ে এখন ফুটবল প্রেমীরা
  • মোট দুটি ম্যাচ রয়েছে আজকে
  • এক নজরে আজকের ম্যাচ প্রিভিউ

Share this Video

ইউরোয় শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে আজ মাঠে নামছে ছ'টিদল। ইউক্রেন বনাম নর্থ ম্যাসেডোনিয়া, ডেনমার্ক বনাম বেলজিয়াম এবং নেদারল্যান্ডস বনাম অস্ট্রিয়া। ইতিমধ্যেই একটি করে ম্যাচ জিতে সুবিধেজনক জায়গায় রয়েছে নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়া। তবে আজকের ম্যাচ জিতে দু'দলই শেষ ষোলোয় যাওয়া নিশ্চিত করতে চাইবে। অন্যদিকে ডেনমার্ক প্রথম ম্যাচ হেরে গিয়েছে। তাই বেলজিয়ামের বিরুদ্ধে জয়ে ফিরে ইউরোয় টিকে থাকাই তাদের প্রধান লক্ষ্য। কিন্তু প্রথম ম্যাচের মত লুকাকু ম্যাজিক দেখা গেলে ডেনমার্ক-এর জয়ে ফেরার রাস্তাটা মোটেই সহজ হবে না। ইউক্রেন বনাম নর্থ ম্যাসেডোনিয়া-র খেলায় দু'দলের কেউই প্রথম ম্যাচে জয় পায়নি। আজকে তিন পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য হবে দু'দলের।

Related Video