সাদা কাগজ থেকে গাছের পাতা, ছবি এঁকে তাক লাগাচ্ছে এক খুদে প্রতিভা

  • পেন্সিল স্কেচ থেকে ওয়াটার কালার তার নখদর্পনে
  • আঁকা দিয়েই তাক লাগাচ্ছে ষষ্ঠ শ্রেণীর খুদে
  • অশ্বত্থ পাতাতেও এখন ছবি আঁকছে এই খুদে
  • আঁকার জন্য ইতিমধ্যেই পেয়েছে বহু পুরষ্কার
  • ভারতীয় থেকে সর্বভারতীয় পুরষ্কার পেয়েছে সে
/ Updated: Jan 30 2021, 11:41 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পেন্সিল স্কেচ থেকে শুরু করে ওয়াটার কালার তার নখদর্পনে। নিত্য নতুন ছবি এঁকে তাক লাগাচ্ছে ষষ্ঠ শ্রেণীর মনোজিৎ মাইতি। মালদা জেলার হরিশচন্দ্রপুর হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পাঠরত মনোজিৎ মাইতি। দূর্দান্ত সব ছবি এঁকে তাক লাগাচ্ছে এই খুদে। বছর এগারোর এই খুদে প্রথম শ্রেণী থেকে আঁকা শিখতে শুরু করে। এখন শুধু খাতার পাতাতেই নয় গাছের পাতায়ও ছবি আঁকছে এই খুদে। ছবি আঁকার জন্য ইতিমধ্যেই সে বহু পুরষ্কারও পেয়েছে। জাতীয় থেকে শুরু করে আন্তর্জাতিক পুরস্কারও সে এখন পাচ্ছে তার হাতের জাদুতে। তার এই কাজে গর্বিত তার মা-বাবাও।