Sundarbans-এ ফের বাঘের ভয়াল থাবা! উদ্ধার করেও গেল না বাঁচানো, গোটা গ্রামে শোকের ছায়া

Share this Video

আবারও সুন্দরবনে (Sundarbans) বাঘের আক্রমণে মৃত্যু এক মৎস্যজীবীর। শুক্রবার চারজন মৎস্যজীবী সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যান। নৌকোর পিছনে বসে থাকা ওই মৎস্যজীবীর উপর হটাৎ বাঘ আক্রমণ করে। বাকি মৎস্যজীবীরা চিৎকার করে লাঠি দিয়ে কোনরকম বাঘকে তাড়িয়ে দেন। কিন্তু প্রাণে বাঁচানো গেল না আহত মৎস্যজীবীকে। এই ঘটনার জেরে গোটা গ্রামে শোকের ছায়া।

Related Video