'বাঁটুল দি গ্রেট' থেকে 'হাঁদা-ভোঁদা' তাঁরই অমর সৃষ্টি, 'পদ্মশ্রী' পেলেন নারায়ণ দেবনাথ

  • নারায়ণ দেবনাথ সম্মানিত হলেন 'পদ্মশ্রী' সম্মানে 
  • ভারত সরকার থেকে সম্মানিত করা হচ্ছে তাঁকে
  • সোমবার এই খবর পান তাঁর পরিবার
  • ৯৮ বছর বয়সে তিনি এই সম্মানে সম্মানিত হচ্ছেন

/ Updated: Jan 29 2021, 10:09 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিখ্যাত কমিকস আর্টিস্ট ও লেখক নারায়ণ দেবনাথকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করল ভারত সরকার। সোমবার দুপুরে দিল্লি থেকে তাঁর বাড়িতে ফোন আসে। তখনই ওই পরিবার এই সুসংবাদ পায়। 98 বছর বয়সী নারায়ন দেবনাথ এই মুহূর্তে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছেন। এখন তিনি বিশেষ আঁকেন না। তিনি এই পুরস্কার পাওয়ায় খুশি তার পরিবার। দেরিতে এই সম্মান পাওয়ায় শিল্পীর কোনো দুঃখ নেই। তিনি জানিয়েছেন যখন যেটা পাবার তখন পাবেন। গত সাত দশক ধরে বাঙালি পাঠক জগতে পরিচিত নাম নারায়ন দেবনাথ। তাঁর সৃষ্টি কমিকস বাটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা নন্টে-ফন্টে আজও আট থেকে আশি বাঙালি পাঠকদের সমান আনন্দ দেয়। এর আগে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করেন।