৭২ তম প্রজাতন্ত্র দিবসে খুশির আমেজ বাংলায়, "প্রধানমন্ত্রী বাল পুরস্কার" -এ সম্মানিত হচ্ছে সৌহার্দ্য

  • প্রজাতন্ত্র দিবসে এবার খুশির খবর
  • "প্রধানমন্ত্রী বাল পুরস্কার" -এ সম্মানিত হচ্ছে সৌহার্দ্য দে
  • মেদিনীপুরের এই কিশোরের বয়স এখন ১৭
  • ১৩ বছর বয়সে প্রথম বই লেখে সৌহার্দ্য
  • তাঁর এই প্রাপ্তিতে খুশি বাংলার মানুষ
     
/ Updated: Jan 26 2021, 12:57 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত হচ্ছে মেদিনীপুরের সৌহার্দ্য দে৷ সৌহার্দ্যকে আর্ট এন্ড কালচার বিভাগে নির্বাচিত করা হয়৷ গত ২২ জানুয়ারি তাঁকে প্রধানমন্ত্রীর দফতর থেকে মেল করে জানিয়ে দেওয়া হয়েছিল তাঁর পুরষ্কার প্রাপ্তির কথা৷ তবে দফতর থেকে ঘোষণা পর্যন্ত বিষয়টির গোপনীয়তা বজায় রাখতে বলা হয়েছিল৷ বাল পুরষ্কারের তালিকায় ৩২ জন ছাত্র-ছাত্রী রয়েছে গোটা ভারতবর্ষ থেকে৷ তাঁরা পুরষ্কার পাবেন ভারত সরকারের কাছ থেকে। যা প্রতিবছরই প্রজাতন্ত্র দিবসে ঘোষনা করা হয়ে থাকে৷ এই ৩২ জনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র মেদিনীপুর শহরের একাদশ শ্রেণীর ছাত্র সৌহার্দ্য দে রয়েছে। যা বাংলার কাছে গর্বের। সৌহার্দ মেদিনীপুর শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের উচ্চবিদ্যালয়ের ছাত্র৷ সৌহার্দ্যর বাবা শক্তি প্রসাদ দে মেদিনীপুর কলেজের ইতিহাস বিষয়ের অধ্যাপক, মা জয়তী দে দাস পিড়াকাটা উচ্চবিদ্যালয়ের ইতিহাস বিষয়ের শিক্ষিকা৷ ছোটবেলা থেকেই ইংরেজি গল্প বই পড়া, ইতিহাস বিষয়ে কৌতুহল ছিল তাঁর৷ ১৩ বছর বয়সে প্রথম বই লেখে সৌহার্দ্য, তার প্রথম বই ছিল 'সাইন অফ সুর্যবংশ'। এছাড়াও বহু পত্র-পত্রিকায় লেখালেখি করে সৌহার্দ্য। সোমবার প্রধানমন্ত্রীর টুইটারে অন্যান্য ৩২ জনের সঙ্গে সৌহার্দ্যকেও শুভেচ্ছা বার্তা দেন।