জলমগ্ন ক্যানিংয়ে হাঁড়ির মধ্যে পোলিও পেল শিশু, ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল

জলের মধ্যে ভাসছে হাঁড়ি আর তার মধ্যেই শুয়ে পোলিও (Polio vaccine) পেল এক শিশু। এমনই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং- এ। এই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral) হয়ে যায়। জলে হাঁড়ি ভাসিয়ে তাতে করেই শিশুকে পোলিও টিকা দেওয়াতে নিয়ে যায় শিশুর বাবা। হাঁটু জলে দাড়িয়েই পোলিও দিতে দেখা যায় এক সাস্থ্যকর্মীকে। টানা বৃষ্টিতে জলমগ্ন ক্যানিং এর অধিকাংশ জায়গা, আর সেখানেই দেখা গিয়েছে এমন ছবি।

Share this Video

জলের মধ্যে ভাসছে হাঁড়ি আর তার মধ্যেই শুয়ে পোলিও পেল এক শিশু। এমনই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং- এ। এই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। জলে হাঁড়ি ভাসিয়ে তাতে করেই শিশুকে পোলিও টিকা দেওয়াতে নিয়ে যায় শিশুর বাবা। হাঁটু জলে দাড়িয়েই পোলিও দিতে দেখা যায় এক সাস্থ্যকর্মীকে। টানা বৃষ্টিতে জলমগ্ন ক্যানিং এর অধিকাংশ জায়গা, আর সেখানেই দেখা গিয়েছে এমন ছবি।

Related Video