Asianet News BanglaAsianet News Bangla

ঘামে ভিজে যাচ্ছে পোশাক তবুও নিজের লক্ষ্যে স্থির ঋতু ফোগট, ভিডিও ভাইরাল

  • ঘামে ভিজে যাচ্ছে পোশাক
  • সেই পোশাক পরেই শরীরচর্চায় মগ্ন ঋতু ফোগট
  • এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি
  • তাঁর এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
     
Jun 4, 2021, 9:30 AM IST

প্ররিশ্রম ছাড়া যে কোনও কাজেই সফল হওয়া সম্ভন না, তেমনই এক বার্তা দিলেন কুস্তিগীর ঋতু ফোগট। ঘামে ভিজে যাচ্ছে পোশাক। সেই পোশাক পরেই শরীরচর্চায় মগ্ন ঋতু ফোগট। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। ভিডিওটি পোস্ট করে তিনি একটি বিশেষ ক্যাপশনও দিয়েছেন। তিনি লিখেছেন 'ঘাম না ঝরিয়ে লক্ষ্য পূরণ কখনও সম্ভব না'। তাঁর এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

Video Top Stories