এক ওষুধে গায়েব টিউমার! ক্যানসারের চিকিৎসায় নতুন আশার আলো, দাবি গবেষণায়

অনেকেই মনে করেন ক্যানসার মানেই মৃত্যু। খুব একটা ভুলও নয় এমন আশঙ্কা। ক্যানসারের সঙ্গে লড়াই কত কঠিন, তা কারও অজানা নয়। কিন্তু এ বার ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আশার আলো। একটি নতুন ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের পর তেমনই আশা দেখছেন গবেষকদের একাংশ। ওষুধটির নাম ‘ডসটারলিম্যাব’।

/ Updated: Jun 08 2022, 06:46 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আমেরিকায় একটি পরীক্ষাগারে প্রস্তুত এমন একটি ওষুধের হদিস মিলেছে। মানবদেহে উৎপন্ন হওয়া অ্যান্টিবডির বিকল্প হিসাবে কাজ করতে পারে এই ওষুধ। পরীক্ষামূলক ভাবে মাস ছয়েক ধরে ১৮ জন মলদ্বারের ক্যানসারে আক্রান্ত ব্যক্তির দেহে এই ওষুধটি প্রয়োগ করেন গবেষকরা। পরীক্ষার শেষে দেখা যায়, প্রত্যেক রোগীর দেহ থেকেই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ক্যানসার!