এই ৫ করোনার উপসর্গ, যা সাধারণ জ্বর থেকে আলাদা
করোনা ভয় কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। ইতিমধ্যে খুলেছে স্কুল এবং কলেজও। ট্রেন পরিষেবাও স্বাভাবিক হয়েছে। তবে করোনা থেকে এখনও মুক্ত নয় দেশ। করোনা তবে এখনও যায়নি দেশ থেকে।
করোনা (Coronavirus) ভয় কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। ইতিমধ্যে খুলেছে স্কুল এবং কলেজও। ট্রেন পরিষেবাও স্বাভাবিক হয়েছে। তবে করোনা থেকে এখনও মুক্ত নয় দেশ। করোনা তবে এখনও যায়নি দেশ থেকে। শোনা যাচ্ছে আসতে চলছে করোনার চতুর্থ ঢেউ (4th wave)। করোনার বেশ কিছু উপসর্গ রয়েছে, যা সাধারণ জ্বরের থেকে কিছুটা আলাদা। করোনা ভাইরাস শরীরে প্রবেশের ২-১৪ দিন পর এর উপসর্গ প্রকাশ পেতে থাকে। করোনার ক্ষেত্রে সাধারণত করোনা ভাইরাস (Covid symptoms) যতদিন শরীরে থাকে ততদিন জ্বর থাকে। করোনা আক্রান্ত হলে স্বাদ এবং গন্ধ থাকে না। সাধারণ জ্বরের ক্ষেত্রে গন্ধ না থাকলেও স্বাদ থাকে। করোনা আক্রান্ত হলে কম পক্ষে সাত দিন শারীরিক অসুস্থতা বজায় থাকে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে, তবে সাধারণ জ্বরের ক্ষেত্রে তেমনটা খুব কমই হয়। তবে অনেক সময়েই করোনার উপস্বর্গ বোঝা যায় না। সেক্ষেত্রে জ্বর আসলে করোনা পরীক্ষা করে নেওয়াই ভালো।