কাচ না স্টিল ? কোন বোতলে জল খাওয়া বেশি স্বাস্থ্যকর
জল ছাড়া জীবন বাঁচে না, তাই জলের আর এক নাম জীবন। দিনে অন্তত ৭-৮ লিটার জল খাওয়া খুবই জরুরী। অনেকের কাছেই জলের বোতল থাকে। সেই বোতল থেকেই জল পান করেনস্বাস্থ্য সুরক্ষার দিক থেকে কোন বোতলটি বেশি উপকারী?
কাচের বোতলে জল খেলে শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা কম। বিভিন্ন ধাতুর সমন্বয়ে তৈরি স্টিলের বোতলের জল খাওয়া স্বাস্থ্যকর নয়। জলের সংস্পর্শে থাকার ফলে স্টিল ক্ষয়ে জলের মাধ্যমে শরীরে প্রবেশ করে । কিছু স্টিলের বোতলের এক অংশে প্লাস্টিক দেওয়া থাকে। তেমন হলে সেই পাত্র থেকে জল খাওয়া আরও ক্ষতিকর।