এবার থেকে চোখ বলে দেবে শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ছে!
অতিরিক্ত কোলেস্টেরল শরীরের পক্ষে বিপদজনক। কোলেস্টেরল রক্তনালিতে জমা হয়ে দেহে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে। ফলে হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। ফলে আগে থাকতেই সতর্ক হতে হবে। কোলেস্টেরল বাড়ার উপসর্গ গুলি বোঝা কঠিন। রক্ত ও আরও কিছু পরীক্ষা দ্বারা শরীরে কোলেস্টেরলের মাত্রা বোঝা যায়। বর্তমান গবেষণায় চোখে কিছু পরিবর্তনে কোলেস্টেরলের মাত্রা বোঝা যায়।
মানুষের কর্নিয়ার চারপাশে একটি সাদা রঙের বলয় থাকে। এই অংশকে বিজ্ঞানের ভাষায় বলে অরকাস। সাধারণত বয়স বাড়লে চোখে এটি গঠিত হয়। কিন্তু অনেক সময়ে উচ্চ কোলেস্টেরলের ফলেও রোগীদের চোখে এটা দেখা যায়। অনেক সময় কোলেস্টেরলের ফলেও বলয়ের রঙে পরিবর্তন হয়। সুতরাং এমন দেখলেই চিকিৎসকের পরামর্শ নিন।