লকডাউনের মাঝে হাজির 'ভিনদেশি অতিথি'

  • উত্তর আমেরিকা থেকে হাওড়া
  • নিশ্চিন্দা এলাকায় দেখা মিলল ভিনদেশী পাখি
  • পাখি দেখতে এলাকায় ভিড় করছেন বহু মানুষ
  • পরিস্থিতির উপর নজর রাখছে বনদপ্তর
     
/ Updated: Aug 10 2020, 09:06 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

লকডাউনে যখন মানুষ গৃহবন্দি, তখন যেন আপন রূপে ধরা দিয়েছে প্রকৃতি।  প্রকৃতি বুকে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে পশুপাখীরা। এবার সুদূর উত্তর আমেরিকা থেকে হাওড়়ায় চলে এল অপূর্ব সুন্দর একটি পাখি! খবর চাউর হতে সময় লাগেনি।  প্রতিদিন উৎসাহী মানুষেরা ভিড় জমাচ্ছেন নিশ্চিন্দা এলাকার ঘোষপাড়ার বাগপুকুরের ধারে। কিন্তু উল্লেখযোগ্য বিষয়টি হল, পরিযায়ী পাখি ঝাঁক বেঁধে আসে। মার্কিন মুলুক থেকে উড ডাক প্রজাতির পাখি কিন্তু একাই এসেছে। তাহলে কি বেআইনিভাবে পাখিটি কেউ পুষে রেখেছিল? সুযোগ বুঝে পাখিটি বাইরে বেরিয়ে এসেছে? সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিচ্ছে না বনদপ্তর। আপাতত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পাখিটি বিরক্ত না করার জন্য স্থানী বাসিন্দাদের অনুরোধ করেছেন বন দপ্তরের আধিকারিকরা।