'সন্তানদের আর পাঠাবো না', অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝোলালেন অভিভাবকরা
- অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চালে পোকা
- বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা
- দরজায় তালা ঝুলিয়ে চলল বিক্ষোভ
- পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে
'বাচ্চাদের আর পাঠাবো না।' অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে বিডিও। ধুন্ধুমার কাণ্ড হাওড়ার ডোমজুড়ে।
স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো করোনা আতঙ্কে এ রাজ্যে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রও। তবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে শিশুদের খাদ্য সামগ্রীর বিলি কাজ চলছে নিয়মিত। আইসিডিএস সেন্টার দিয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন অভিভাবকরাই। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ডোমজুড়ে মুসলিম পাড়া এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র করে নিম্মমানের খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশুরাও। প্রশাসন ও রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙল সোমবার সকালে। পোকা ধরা চাল, ডাল বিলির অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবক। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডোমজুড় থানার পুলিশ আধিকারিক ও বিডিও। চাইল্ড প্রোজেক্ট অফিসারের কাছে রিপোর্ট তলব করেছে বিডিও।