ব্যারাকপুরে ম্যানহোলের নিচে ২টি তাজা বোমা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাফাইকর্মীরা

গুলিকাণ্ডের পর এবার বোমাকাণ্ডে চাঞ্চল্য ব্য়ারাকপুরে। ব্যারাকপুরের ১৮ নম্বর ওয়ার্ডের কুমার পট্টি এলাকায় এই ঘটনা। সকালে নর্দমা পরিস্কার করার সময় এই ম্যানহোলে বোমা উদ্ধার। ঘটনাস্থল থেকে ২টি বোমা উদ্ধার করেন সাফাইকর্মীরা। পরে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। দিন কয়েক আগেই ব্যারাকপুরে রেস্তোরাঁয় গুলি চালায় দুষ্কৃতীরা। একটি বিরিয়ানির দোকানে ঢুকে এই গুলি চালিয়েছিল তারা। এই ঘটনায় বিরিয়ানির দোকানের ২ কর্মী জখম হয়েছিলেন। 
 

Share this Video

দিন কয়েক আগেই ব্যারাকপুরে রেস্তোরাঁয় ঢুকে দিনের আলোয় গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। এতে রেস্তোরাঁর ২ কর্মী জখম হয়েছিলেন। দিন দুপুরে এই ঘটনা রীতিমতো আতঙ্ক ফেলে দিয়েছিল। সেই ঘটনার রেশ মেলানো না, তারমধ্যে ফের শিরোনামে ব্যারাকপুর। এবার ম্যানহোলের নিচ থেকে উদ্ধার হলো ২টি তাজা বোমা। বুধবার নর্দমা সাফ করছিলেন ব্যারাকপুর পুরসভার কর্মীরা। বন্ধ ম্যানহোলের ঢাকনা খুলে তারা নিচেও নেমেছিলেন। আর সেখান থেকেই মেলে এই দুটি তাজা বোমা। কোনওভাবে অসতর্কতায় বোমাতে জোরে আঘাত পড়লেই তা ফেটে যাওয়া সম্ভাবনা ছিল। স্বাভাবিকভাবেই কানের পাশ দিয়ে এভাবে মৃত্যুদূত বেরিয়ে যাওয়া আতঙ্কে কাঁপছেন পুরসভার সাফাইকর্মীরা। যেখানে এই ঘটনাটি সেটা হল ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড। এলাকার নাম কুমারপট্টি। বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। তারা বোমা দুটি নিয়ে গিয়ে নিস্ক্রিয় করে দেয়। 

Related Video