Asianet News BanglaAsianet News Bangla

মাটি ধসল গজপতির, বৃষ্টিতে ধূলিস্যাৎ বাড়ি

Oct 25, 2019, 6:48 PM IST


কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের মত বৃষ্টিতে নাজেহাল ওড়িশার জনজীবনও। ভারি বৃষ্টির ফলে মাটি ধসের কবলে পড়েছে গজপতি জেলার  গুমার বিস্তির্ণ অঞ্চল। ধসে গিয়েছে বহু বাড়ি। স্থানীয় বাসিন্দাদের আশ্রয় নিতে হয়েছে  সরকারি ক্যাম্পে। খরস্রোতা নদীর মত বয়ে চলেছে বৃষ্টির জল। ভেসে গিয়েছে ক্ষেতের ফসল। বন্ধ স্থানীয় স্কুল-কলেজ।  
 

Video Top Stories