পাহাড়ের কোলে আটকে থাকা পর্বতারোহীকে উদ্ধার, দেখে নিন উদ্ধারের রোমহর্ষক ভিডিও

নন্দাহিলসের ব্রহ্মগিরিতে ট্রেক করতে গিয়েছিলেন এক পর্বতারোহী। নন্দাহিলসের ব্রহ্মগিরিতে ট্রেক করতে গিয়ে পা পিছলে ৩০০ ফিট নিচে একটি পাহাড়ি খাঁজে আটকে যায় একজন তরুণ ট্রেকার, বায়ুসেনার হেলিকপ্টার পরে উদ্ধার করে তাঁকে।
 

Share this Video

নন্দাহিলসের ব্রহ্মগিরিতে ট্রেক করতে গিয়েছিলেন এক পর্বতারোহী। ট্রেক করতে গয়ে পা পিছলে পড়ে যান তিনি। ৩০০ ফুট নিচে একটি পাহাড়ের খাঁজে আটকে যান তিনি। বায়ুসেনার হেলিকপ্টার গিয়ে উদ্ধার করে পর্বতারোহীকে। ক্যামেরায় ধরা পড়েছে উদ্ধারের রোমহর্ষক ভিডিও। প্রসঙ্গত, ট্রেকিং করতে গিয়ে দুর্ঘটনার খবর আগেও বহুবার সামনে। অনেক সময় রমাঞ্চের খোঁজে ট্রেকিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তেও দেখা গিয়েছে অনেককেই। গত বছরই এমন ঘটনা ঘটে। গত বছর উত্তরাখণ্ডে গিয়ে মৃত্যু হয় একাধিক পর্বতারোহীর। অনেকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। সেটা অবশ্য ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে। এবার তবে পাহাড়ে গিয়ে পা ফসকে ঘটে এই ঘটনা। নন্দাহিলসের ব্রহ্মগিরিতে ট্রেক করতে গিয়েছিলেন এই পর্বতারোহী। সেখানে গিয়েই মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিনি। ট্রেক করতে গিয়ে পা ফসকে ৩০০ ফিট নিচে একটি পাহাড়ি খাঁজে আটকে যায় এই তরুণ ট্রেকার। পরে বায়ুসেনার হেলিকপ্টার গিয়ে উদ্ধার করে পর্বতারোহীকে।

Related Video