বন্ধুর জন্য ন্যাড়া হলেন তরুণী, পাশে দাঁড়ালেন ক্যানসার আক্রান্তদের

ক্যানসার আক্রান্ত মানুষদের কথা ভেবে এবার নিজের মাথার চুল দান করে দিলেন অরঙ্গাবাদের এক কলেজপড়ুয়া তরুণী। নিজের ক্যানসার আক্রান্ত  ছোটেবলার প্রিয়বন্ধুর চুল ঝরে পড়তে দেখেছিলেন ১৯ বছরের কিরণ। তখন থেকেই ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানোর কথা ভেবেছিলেন তিনি। এবার নিজের কেশ দান করে ফেললেন জার্নালিজমের প্রথম বর্ষের ছাত্রীটি। কিরণের এই সাহসি পদক্ষেপকে ইতিমধ্যে  প্রশংসায় ভরিয়ে দিতে  শুরু করেছেন নেটিজেনরা। 

/ Updated: Nov 07 2019, 02:45 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ক্যানসার আক্রান্ত মানুষদের কথা ভেবে এবার নিজের মাথার চুল দান করে দিলেন অরঙ্গাবাদের এক কলেজপড়ুয়া তরুণী। নিজের ক্যানসার আক্রান্ত  ছোটেবলার প্রিয়বন্ধুর চুল ঝরে পড়তে দেখেছিলেন ১৯ বছরের কিরণ। তখন থেকেই ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানোর কথা ভেবেছিলেন তিনি। এবার নিজের কেশ দান করে ফেললেন জার্নালিজমের প্রথম বর্ষের ছাত্রীটি। কিরণের এই সাহসি পদক্ষেপকে ইতিমধ্যে  প্রশংসায় ভরিয়ে দিতে  শুরু করেছেন নেটিজেনরা। 

ক্যানসার নিয়ে ক্রমেই মানুষের মধ্যে বাড়ছে সচেতনতা। এর আগে ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য নিজের চুল দিয়েছিল রায়গঞ্জের এক খুদে ছাত্রী। কেরলের ত্রিশুর জেলায় নিজের হাঁটু সমান লম্বা চুল কেটে ফেলেন এক মহিলা পুলিশ আধিকারিক। এবার সেই তালিকায় নাম লেখালেন  অরঙ্গাবাদের তরুণী।