নিখোঁজ ১৫০ জন, ভয়াবহ হিমবাহ ধসে জোশী মঠ এলাকা, ধুয়ে গেল রাস্তা ও দুই জলবিদ্যুৎ প্রকল্প
ফের প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরাখণ্ড। এবার নন্দীদেবীর কাছে এক হিমবাহে বিশাল ধস নামল রবিবার সকালে। যার জেরে জোশী মঠ এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর তীরবর্তী এলাকায় মূলত এই ক্ষয়ক্ষতি হয়েছে।
ফের প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরাখণ্ড। এবার নন্দীদেবীর কাছে এক হিমবাহে বিশাল ধস নামল রবিবার সকালে। যার জেরে জোশী মঠ এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর তীরবর্তী এলাকায় মূলত এই ক্ষয়ক্ষতি হয়েছে। এই হিমবাহতে ধস নামায় সরাসরি তা এসে পড়ে ধৌলি নদীতে। ধৌলি নদীর খাতে দুটি নির্মিয়মাণ জলবিদ্যুৎ-এর কাজ চলছিল। এদের মধ্যে একটি হল ঋষিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প এবং তপোবন জলবিদ্যুৎ প্রকল্প। হিমবাহের ধসে দুটি জলবিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তপোবন জলবিদ্যুৎ কেন্দ্র কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। নদীখাতে জলবিদ্যুৎ প্রকস্পে কাজ করছিলেন অসংখ্য শ্রমিক। এদের অধিকাংশই নিখোঁজ। উদ্ধারকাজে নেমেছে আইটিবিপি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনী। জোশীমঠ এবং তপোবন-এর বাঁধ ভেঙে গিয়েছে। ফলে এই অঞ্চলে সড়াক যোগাযোগ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আটকে পড়া পর্যটকদের দুর্ঘটনাগ্রস্ত এলাকা থেকে বের করতে আকাশপথের সাহায্য নেওয়া হচ্ছে।