'কৃষি আইন প্রত্যাহার হলেও চলবে আন্দোলন', বললেন আশিষ মিত্তল

অবশেষে কৃষি আইন প্রত্যাহার কেন্দ্র সরকারের। ১৯ নভেম্বর শুক্রবার সকালে আচমকাই ঘোষণা মোদীর। কেন্দ্রের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশির হাওয়া কৃষক শিবিরে। কৃষি আইন প্রত্যাহার হলেও চলবে আন্দোলন। 

/ Updated: Nov 19 2021, 09:07 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অবশেষে কৃষি আইন প্রত্যাহার কেন্দ্র সরকারের। ১৯ নভেম্বর শুক্রবার সকালে আচমকাই ঘোষণা মোদীর। কেন্দ্রের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশির হাওয়া কৃষক শিবিরে। কৃষি আইন প্রত্যাহার হলেও চলবে আন্দোলন। লিখিত ভাবে আইন বাতিল না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। এমনটাই জানালেন এআইকেএমএস­এর সাধারণ সম্পাদক। এশিয়ানেটকে তিনি জানান এখনই বন্ধ হচ্ছে না আন্দোলন। সংসদীয় মঞ্চে আইন বাতিল না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। এছাড়াও বিদ্যুৎ বিল, এমএসপি-র একাধিক ইস্যু নিয়েও জারি থাকবে আন্দোলন, এমনটাই মত কৃষক নেতার। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আসন্ন নির্বাচন নিয়ে একাধিক প্রসঙ্গ উঠে আসে তাঁর কথায়। উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনের সমীকরণের কথা ভেবেই কেন্দ্র সরকার পিছু হটতে বাধ্য হয়েছে বলেও তাঁর মত। ডঃ আশিষ মিত্তলের কথায়, এই জয় শুধু মাত্র নতুন এক যাত্রার সূচনা। এখনও অনেক লড়াই বাকি রয়েছে বলেও তিনি জানান। 

Read more Articles on