দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে ফের প্রশ্ন, সরকারকে বিঁধলেন আরবিআই-এর প্রাক্তন গভর্নর
রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও সরকারের কাছে জানতে চাইলেন আর্থিক ঘাটতি লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে কিনা, পাশাপাশি সতর্ক করে দিলেন 'রাজস্ব আদায়ের' সংকটজনক পরিস্থিতি নিয়ে।
রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও সরকারের কাছে জানতে চাইলেন আর্থিক ঘাটতি লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে কিনা, পাশাপাশি সতর্ক করে দিলেন 'রাজস্ব আদায়ের' সংকটজনক পরিস্থিতি নিয়ে।
অর্থবর্ষের শেষ পাঁচ মাসের মধ্যে বাজেট ঘাটতির ব্যবধান ১০৭ শতাংশ থেকে ৩.৪ শতাংশ কমানো যাবে বলে সরকারি তথ্যের এক সপ্তাহের মধ্যে এই মন্তব্য এল।
সুব্বারাও বলেন উচ্চহারে আর্থিক ঘাটতি, জ্বালানির মুদ্রাস্ফীতি, বেসরকারি বিনিয়োগ কমে আসা এবং আর্থিক ভারসাম্য নষ্ট হওয়া বর্তমানের আর্থিক ক্ষেত্রে সমস্যাগুলিকে তুলে ধরছে।
সুব্বারাও উল্লেখ করেছেন জিডিপি-র বৃদ্ধি ৬.১ শতাংশ থেকে নেমে গেছে, এর ফলে কেন্দ্র ও রাজ্য উভয় স্তরেই রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রভাব পড়বে, যা রাজস্ব ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।