শর্মিলা চানুর অনশন ভঙ্গের তিন বছর

  • শর্মিলা চানুর অনশন ভঙ্গের তিন বছর
  • রইল তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য

Share this Video

জন্ম- ১৪ মার্চ, ১৯৭২, পুরো নাম- ইরম শর্মিলা চানু।মণিপুরের 'লৌহমানবী' বলেই পরিচিত তিনি। ৫ নভেম্বর, ২০০০, আমরণ অনশন শুরু করেন তিনি। ৯ অগাস্ট, ২০১৬- তিনি অনশন ভঙ্গ করেন। বিশ্বের ইতিহাসে এটা সবচেয়ে দীর্ঘ আমরণ অনশন। ১৬ বছরের অনশনে মানবতা আন্দোলনের মুখ হয়ে ওঠেন। 'আফস্পা' প্রত্যাহারের দাবিতে অনশন করেছিলেন। ১৬ বছরের অনশনে মানবতা আন্দোলনের মুখ হয়ে ওঠেন। 

তাঁর অনশন ছিল 'আফস্পা' প্রত্যাহারের দাবিত। 'আফস্পার মাধ্যমেমণিপুরে সেনাকে এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল। জঙ্গি ধরার নামে সাধারণ মানুষকে অত্যাচারের অভিযোগ। যার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন মণিপুরের মহিলারা। গণতান্ত্রিক ও রাজনৈতিকভাবে লড়াইয়ের সিদ্ধান্ত শর্মিলার। তৈরি করেছিলেন নিজের রাজনৈতিক দলও।

Related Video